পোস্টাল ভোট

কুয়েত প্রবাসীদের সঙ্গে দূতাবাস কর্মকর্তাদের মতবিনিময়

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১১ ডিসেম্বর ২০২৫

কুয়েত প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন প্রক্রিয়া, জনসচেতনতা বৃদ্ধি, ভোটদান সংক্রান্ত নির্দেশনা ও প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনসহ দূতাবাসের কর্মকর্তারা।

কুয়েত প্রবাসীদের সঙ্গে দূতাবাস কর্মকর্তাদের মতবিনিময়

গত মঙ্গলবার বিকেলে মতবিনিময়ে কুয়েত প্রবাসী বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দুই দেশের পোস্ট অফিসের মাধ্যমে ব্যালট পেপার আদান-প্রদানে যথাস্থানে যথা সময়ে পৌঁছানো সংশয় প্রকাশ করেন প্রবাসীরা এবং দূতাবাসের মাধ্যমে ব্যালট-পেপার আদান প্রদানে দাবি জানান প্রবাসীরা।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]