মালদ্বীপে আরও এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মোহাম্মদ মাহামুদুল
মোহাম্মদ মাহামুদুল মোহাম্মদ মাহামুদুল
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ১১ ডিসেম্বর ২০২৫

মালদ্বীপে ২৬ বছর বয়সী প্রবাসী বাংলাদেশি মেহেদী হাসান মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন বলে জানা গেছে।

মরহুম মেহেদী হাসানের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার খাগুরিয়া গ্রামে। অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে পরাজিত হন।

তার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রবাসীরা বলছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন এবং পরিবারের সদস্যদের শোক সইবার তাওফিক দান করুন।

এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]