শিক্ষার্থীদের উপর নির্যাতন বন্ধের দাবি

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি ইতালি
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ০৯ জুলাই ২০১৮

কোটা পদ্ধতি বাতিল সিদ্ধান্তের গেজেট প্রকাশ করতে যুক্তরাজ্যে বাংলাদেশি স্টুডেন্ট ইউনিয়ন দাবি জানিয়েছে। রোববার ইউনিয়নের হোয়াটচ্যাপলেস্থ কার্যালয়ে সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়।

বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়নের আহ্বায়ক এস এইচ সোহাগ ও নির্বাহী সদস্য আলা উদ্দিন রাসেলের পরিচালনায় সংবাদ সম্মেলনে দ্রুত কোটা পদ্ধতি সংস্কারে দাবি জানানো হয়েছে। ছাত্র-ছাত্রীদের উপর হামলা ও নির্যাতন বন্ধের আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক এস এইচ সোহাগ। নির্বাহী সদস্য আলাউদ্দিন রাসেলের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টুডেন্ট ইউনিয়ন ফাউন্ডার আতাউল্যা ফারুক, নির্বাহী সদস্য ফয়সল জামিল, আবদুর রহিম, নূর হোসেন, আকলিমা ইসলাম, আবদুল্লাহ আল মামুন, লুৎফুর রহমান লিংকন, লুবা চৌধুরী, ফজলে রহমান পিনাক, আকলিমুর রাজা চৌধুরী মান্না, মনোয়ার মোহাম্মদ প্রমুখ।

আবদুল্লাহ আল মামুন/এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com