কাতারে বাংলাদেশির আত্মহত্যা

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮
প্রতীকী ছবি

কাতারে গলায় ফাঁস দিয়ে মহিনউদ্দীন (২৫) নামে এক বাংলাদেশি আত্মহত্যা করেছে। নিহত মহিন কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নের মিতল্লা গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

জানা গেছে, ২৭ সেপ্টেম্বর স্থানীয় সময় আনুমানিক সকাল সাড়ে দশটায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয় পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

নিহতের বড় ভাই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমার ছোট ভাইকে কখনো দেখিনি কারো সঙ্গে রাগ করতে। পরিবারের কারো সঙ্গে কোন মান-অভিমান ছিল না। আত্মহত্যা করবে কখনোই ভাবতে পারিনি। আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।’

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com