লেবাননে চিকিৎসার অভাবে বাংলাদেশির মৃত্যু

বাবু সাহা
বাবু সাহা বাবু সাহা
প্রকাশিত: ০৯:০৫ এএম, ২৯ মার্চ ২০১৯

 

লেবাননের শেরাফিয়ে এলাকায় দেলোয়ার হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশি জন্ডিস রোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যুবরণ করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। সে কুমিল্লার লালবাগ গ্রামের আহমেদ আলীর সন্তান। পরিবারে তার মা-বাবা ও সহধর্মিণীসহ দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন> প্রয়োজনে প্রবাসীদের জন্য রাজপথে নামব : এমপি নিক্সন

জানা যায়, দেলোয়ার হোসেন ২০১৭ সালে ভিআইপি ক্লিনিং সার্ভিস নামে একটি কোম্পানির ভিসায় লেবানন আসেন। তিনি বৈধ প্রবাসী ছিলেন। গত ১৫ দিন আগে দেলোয়ার জন্ডিস রোগে আক্রান্ত হলে প্রয়োজনীয় চিকিৎসার অভাবে গতকাল ২৮ মার্চ সকালে না ফেরার দেশে চলে যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রয়েছে। এদিকে এই প্রবাসীর অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

মৃত দেলোয়ারের পরিবার বাংলাদেশ সরকারসহ বৈরুত দূতাবাসের কাছে আবেদন জানিয়েছে, যেন তার লাশ অল্প সময়ের মধ্যে বাংলাদেশে পরিবারের কাছে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com