প্রবাসীদের সমস্যা নিরসনে ১০ দাবি

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ২৯ জানুয়ারি ২০২১

প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের কাছে ১০টি দাবি তুলেছেন সৌদি প্রবাসী সাংবাদিক ও সোশ্যাল অ্যাকটিভিস্ট আব্দুল হালিম নিহন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) মন্ত্রীর কাছে লিখিত দাবি হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাভিশনের জৈষ্ঠ্য প্রতিবেদক ও প্রবাস তথ্যকেন্দ্রের ফাউন্ডার মিরাজ হোসেন গাজী। বিশ্বে ১ কোটিরও বেশি বাংলাদেশি আছে। এর মধ্যে শুধুমাত্র সৌদি আরবেই প্রবাসী রয়েছেন ২২ লাখেরও বেশি।

বিজ্ঞাপন

প্রবাসীদের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই লিখিত অনুরোধপত্র জমা দেয়া হয়েছে। প্রবাসীদের দীর্ঘদিনের দাবির মধ্য থেকে বেশ কিছু দাবি মন্ত্রী বরাবর তুলে ধরা হয়:

১। প্রবাসে দূতাবাসগুলোতে বিশেষ মেডিকেল টিম গঠন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২। বিপদগ্রস্ত, দুর্ঘটনাকবলিত, বঞ্চিত প্রবাসীদের চিকিৎসা-সেবা নিশ্চিত করা।

৩। গৃহকর্মীদের তদারকি, মন্ত্রণালয়ে ফলোআপ রিপোর্ট ইত্যাদির দায়বদ্ধতা সরাসরি সংশ্লিষ্ট এজেন্সির থাকতে হবে।

৪। অসুস্থ বিদেশফেরত প্রবাসীদের ফ্রিতে বিমানবন্দরে সুযোগ-সুবিধাসহ সরকারি চিকিৎসা প্রদান করা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৫। সকল প্রবাসীদের বীমার আওতায় নিয়ে আসা, যাতে করে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা বীমার মাধ্যমে উপকৃত হতে পারে।

৬। বিদেশের মাটিতে নানারকম অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দ্রুত দূতাবাসের মাধ্যমে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া।

৭। দেশে আসা প্রবাসীদের হয়রানি বন্ধে সু-নজর রাখা এবং দেশে প্রবাসীর পরিবারগুলোকে নানারকম অন্যায় অবিচার থেকে রক্ষার্থে প্রয়োজনীয় প্রশাসনিক নিরাপত্তা দেয়া।

বিজ্ঞাপন

৮। বিদেশে মৃত বাংলাদেশির লাশ দূতাবাসের মাধ্যমে দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিনা খরচে প্রবাসীর লাশ বহনের ঘোষণা আমাদের একান্ত দাবি।

৯। বিদেশ থেকে প্রবাসীদের পাঠানো কার্গো মালামালে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হচ্ছে, যার ফলে প্রবাসীরা যেমন হয়রানির শিকার হচ্ছে তেমনিভাবে সরকার হারাচ্ছে তার রাজস্ব। এই বিষয়টির উপর ভালো নজর রাখা সময়ের দাবি।

১০। দেশে প্রবাসীর (সন্তান-সন্ততি) শিক্ষার্থীদের জন্য সরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট কোটা ব্যবস্থা চালু করা।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

লিখিত অনুরোধপত্র জমা নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে বিষয়গুলো খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। প্রবাসীদের নানা সমস্যা নিরসনে বর্তমান সরকার সজাগ রয়েছেন বলেও জানান তিনি।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com