নিউইয়র্কে শহীদ জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালন

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০১:০৩ পিএম, ০১ জুন ২০২৫

নিউইয়র্কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম। ৩১ মে জ্যাকসন হাইটসের ইসলামী সেন্টার মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান মুকুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদ রইচ চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিন, ফারুক হোসেন মজুমদার, স্বেচ্ছাসেবক দল নেতা নূরে আলম।

দোয়া মাহফিল পরিচালনা করেন ইসলামী সেন্টার মসজিদের ইমাম মাওলানা আব্দুস সাদিক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইমাম মাওলানা আব্দুস সাদিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করার পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা মো. বাচ্চু মিয়া, ড. নুরুল আমিন পলাশ, নাছিম আহমেদ, মাওলানা ওমর ফারুক, মোতাহার হোসেন, শেখ জহির, মো. আলাউদ্দিন মাদবর, হাফেজ নূরনবী, আবু নাছের, শেখ ইউসুফ, আলী, আলাউদ্দিন, মো. হারুনুর রশিদ, মো. সারওয়ার, তারেক জামান টুটুল, আবুল কালাম, শিহাব আহমেদ ও মো. সেলিম।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com