পর্তুগালে চালু হচ্ছে মোবাইল করোনা পরীক্ষা কেন্দ্র
পর্তুগালের রাজধানী লিসবনে আবারও সংক্রমণ বৃদ্ধির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী ৩১ মে থেকে মোবাইল ক্লিনিকের মাধ্যমে করোনা পরীক্ষা করা হবে।
এক সংবাদ সম্মেলনে পর্তুগালের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট ড. রিকার্ডো জর্জের প্রেসিডেন্ট ফার্নান্দো আলমেইডা বিষয়টি উপস্থিত সবার উদ্দেশে তুলে ধরেন।
স্বাস্থ্য অধিদফতর, লিসবন সিটি কর্পোরেশন এবং রেডক্রসের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হবে। নগরীর বিভিন্ন জনবহুল অঞ্চল যেমন ট্রেন ও বাস স্টেশন, পর্যটকদের আকর্ষণীয় স্থানগুলো বিশেষ করে নগরীর ট্যাক্সি ও অ্যাপ্লিকেশনভিত্তিক পাবলিক যানবাহনগুলোর চালকদের সহজলভ্য এবং দ্রুত পরীক্ষা নিশ্চিত করার জন্য এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
ফার্নান্দো আলমেইডা বলেন, ইতোমধ্যে প্রতি সপ্তাহে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকসহ সব কর্মকর্তা-কর্মচারীদের পরীক্ষা করানো হচ্ছে; যা চলমান থাকবে। তাছাড়া নগরীর কমবয়সী তরুণ-তরুণীরা যেসব অঞ্চলে খুব বেশি জড়ো হন সেখানে মোবাইল করোনা পরীক্ষা কেন্দ্র অবস্থান করবে।
স্বাস্থ্য এবং সহকারী স্টেট সেক্রেটারি আন্তোনিও লাসেরডা সালেস জানিয়েছেন, রাজধানী লিসবনের ভ্যাকসিন কার্যক্রমকে গতিশীল করার জন্য অতিদ্রুত ৩০ এবং ৪০ বছর বয়সী নাগরিকদের ভ্যাকসিন প্রদান করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
যদিও পর্তুগালে এ পর্যন্ত দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেকর বেশি নাগরিক কমপক্ষে একটি ডোজ গ্রহণ করেছেন; তবে পূর্ণ ডোজ পেয়েছেন ১৬.৫ শতাংশ মানুষ।
গত ২৫ মে ৩৭৫ জনসহ দেশটিতে করোনা সংক্রমিত হয়েছেন সর্বমোট ৮ লাখ ৪৫ হাজার ৮৪০ জন এবং গত কয়েক দিন মৃত্যুহীন দিন অতিবাহিত হলেও ২৫ মে ৩ জনসহ সর্বমোট মৃত্যুবরণ করেছেন ১৭ হাজার ২১ জন।
এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৬ হাজার ৬৪৮ জন এবং ২২ হাজার ১৭১ জন করোনা রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এমআরএম/জেআইএম