মালয়েশিয়ায় জাল ভিসাসহ বাংলাদেশি আটক

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি মালয়েশিয়া
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ০৫ নভেম্বর ২০২১

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে একটি জাল ওয়ার্ক ভিজিট পাসসহ (পিএলকেএস) এক বাংলাদেশি কম্পিউটার ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এমনকি সিস্টেম হ্যাক করে ভিসা নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে দেশটির ইমিগ্রেশনের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানান অভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল জাজাইমি দাউদ।

বিবৃতিতে বলা হয়েছে, গত ৩ নভেম্বর রাজধানীর কুয়ালালামপুরের একটি বিলাসবহুল কন্ডোমোনিয়াম থেকে স্পেশাল ডিভিশনের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করেছে। তবে তদন্তের স্বার্থে ৩০ বছর বয়সী বাংলাদেশি যুবকের নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

Malaysia1

এসময় তার মালিকানাধীন কম্পিউটার সামগ্রীর দোকান থেকে তাকে আটক করা হয়। এ কাজে সহযোগিতার জন্য ৪৪ বছর বয়সী তার ইন্দোনেশিয়ান স্ত্রীকেও আটক করা হয়েছে। তার স্ত্রীর কাছ থেকে মালয়েশিয়ান ১ লাখ ৬২ হাজার ৭৭ রিংগিত উদ্ধার করা হয়েছে। যা বাংলাদেশি টাকায় ৩২ লাখের বেশি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশের ধারণা, সিস্টেম হ্যাক করে জালিয়াতির মাধ্যমে তাকে পারমিট দিয়েছে অন্য একটি প্রতারক চক্র। যা ওই বাংলাদেশি যুবক ব্যবহার করছে। তিনি পাকিস্তানিদের কাছে ‘আলী’ নামে এবং বাংলাদেশিদের কাছে ‘জুয়েল মুন্সী’ নামে পরিচয় দিতেন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

তার বিরুদ্ধে অভিবাসন আইন ১৫/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর অধীনে তার স্ত্রী বিরুদ্ধে এবং তাদের উভয়কেই অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৫১(৫) (বি) এর অধীনে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী পদক্ষেপের জন্য তাদের সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com