কুয়েতে বিশ্ব কোরআন প্রতিযোগিতা শুরু, অংশ নিলেন ২ বাংলাদেশি হাফেজ

জিসান মাহমুদ
জিসান মাহমুদ জিসান মাহমুদ , কুয়েত প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৬ এএম, ১৬ অক্টোবর ২০২২
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে শুরু হয়েছে বিশ্ব কোরআন প্রতিযোগিতা- ২০২২। ১১৭টি দেশের সঙ্গে অনূর্ধ্ব ১৩ বছরের গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাফেজ আবু রাহাত ও অনূর্ধ্ব ৩৫ বছরের গ্রুপে হাফেজ তাওহিদুল ইসলাম।

তারা দুইজনেই মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক শায়েখ নেছার আহমাদ আন নাছিরীর ছাত্র। বুধবার কুয়েতের ধর্মমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। ১৩ অক্টোবর শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ১৯ অক্টোবর পর্যন্ত।

বিজ্ঞাপন

jagonews24

কুমিল্লার হাফেজ তাওহিদুল ইসলাম এরই মধ্যে দুবাইয়ে বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৭০টি দেশের মধ্যে ১০ম স্থান অধিকার করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে সিরাজগঞ্জের হাফেজ আবু রাহাত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২০ পিএইচপি কোরআনের আলোয় প্রথম স্থান অধিকার করে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

অন্যদিকে কেরাত বিভাগে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন আবু সালেহ মোহাম্মদ মুসা। তাদের তিনজনরই ইচ্ছা নিজ নিজ বিভাগে প্রথম স্থান অধিকার করে বাংলাদেশে ফিরবে। তারা সবাই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com