কানাডায় বড়দিন উদযাপন

আহসান রাজীব বুলবুল
আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল , কানাডা প্রতিনিধি কানাডা
প্রকাশিত: ০৯:৪০ এএম, ২৫ ডিসেম্বর ২০২২

কানাডায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান ‘বড়দিন’ বা ‘ক্রিসমাস ডে’। দিনটি ঘিরে চলে নানা আয়োজন। দিনটিকে ঘিরে আগে থেকেই বিভিন্ন অফিসে ও বাসা-বাড়িতে শুরু হয় পার্টি।

এরই মধ্যে আলোক সজ্জায় সজ্জিত হয়েছে অফিস আদালত। প্রচন্ড বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে বড়দিনের উপহার সামগ্রীর কেনাকাটায় বিভিন্ন মলে রয়েছে ভিড়।

বিজ্ঞাপন

গত বছরের তুলনায় এ বছর বেশি বেশি ভিড় দেখা গেছে। পরিবহনগুলোতেও লেখা হয়েছে ‘হ্যাপি হলিডে’ আর মেরি ক্রিসমাস।

অন্যদিকে বিভিন্ন কমিউনিটির নেতারা ক্রিসমাসের শুভেচ্ছা দিয়ে রাস্তায় রাস্তায় বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে ‘মেরি ক্রিসমাস’ সংবলিত শুভেচ্ছা জানাচ্ছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

jagonews24

খ্রিস্টান ধর্মাবলম্বীদের পারি না জ্যাকব বলেন, নশ্বর এই পৃথিবীতে আমরা কেউই থাকবো না। হিংসা, লোভ-লালসা থেকে ঈশ্বর আমাদের দূর রেখে সকলের মাঝে সুখ শান্তি দান করবেন, ক্রিসমাস ইভ এ ঈশ্বরের কাছে, এ বছর এটাই আমাদের প্রার্থনা।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের এ্যনথনি জ্যাকব বলেন, সমগ্র বিশ্ববাসীর সুখ শান্তি কামনা করে এ বছর আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। বড়দিন মানে নতুন চেতনা ও মুক্তির কথা। সংগ্রামশীল পৃথিবীতে আমরা যেন ভালো থাকি এটাই আমাদের প্রার্থনা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

করোনা মহামারির প্রকোপ না থাকায় এ বছর কানাডাতে বেশ জাকজমকপূর্ণভাবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপিত হচ্ছে।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com