বেঙ্গালুরুর শিরোপা উদযাপনে নিহত ১১, পেটানোর অভিযোগ আহত ভক্তের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫৮ এএম, ০৫ জুন ২০২৫

আঠোরোবারের চেষ্টায় আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্বপ্নপূরণ হয়েছে বিরাট কোহলির। যে কারণে এবারের আইপিএল বেঙ্গালুরু সমর্থকদের জন্যও ছিল বিশেষ কিছু। আনন্দে মাতোয়ারা বেঙ্গালুরু তাই উদ্যোগ নিয়েছিল ঘরের মাঠে গিয়ে সমর্থকদের সঙ্গে নিয়ে গ্রান্ড সেলিব্রেশন করার।

প্রিয় দলের প্রিয় তারকাদের সঙ্গে শিরোপা উদযাপন করতে বেঙ্গালুরুতে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার ভক্ত। কিন্তু তাদের সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

বেঙ্গালুরুতে শিরোপা উদযাপনের অনুষ্ঠানে হুড়োহুড়িতে প্রাণ হারান ১১ জন সমর্থক। আহত হন প্রায় ৫০ জন, যাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়।

মর্মান্তিক এ ঘটনায় পুলিশের লাঠিচার্জের অভিযোগ করেন এক ভক্ত। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে বেঙ্গালুরু সমর্থক বলেন, ‘আমরা ভুলটা কোথায় করলাম বুঝতে পারছি না... আমাদের তো টিকিট ছিল।’

প্রশান্ত শেঠি নামের এক স্নাতকোত্তর শিক্ষার্থী ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে বলেন, ‘আমরা প্রিয় তারকাদের দেখতে এসেছিলাম। ফাংশনের জন্য টিকিট কিনেছিলাম, কিন্তু ভিতরে ঢুকতেই পারিনি। পুলিশ হঠাৎ সব রাস্তা বন্ধ করে দেয়, সব প্রবেশপথ বন্ধ করে দেয় এবং হঠাৎ করে প্রধান গেটের সামনে লাঠিচার্জ শুরু করে।’

তিনি যোগ করেন, ‘আমরা তো আমন্ত্রণ পেয়েছিলাম, টিকিট কিনেছিলাম, তবু মার খেতে হলো। অপমানিত হতে হলো। ভক্তদের জন্য এটা একটা ভয়ঙ্কর দিন।’

বেঙ্গালুরুর এই প্রোগ্রামের টিকিট মুহূর্তেই বিক্রি হয়ে যায়। কিন্তু যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা না থাকায় স্টেডিয়ামের প্রধান ফটকসহ অন্যান্য গেটের বাইরে হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা।

দুপুর সাড়ে ৩টার দিকে ভিড় অতিরিক্ত বেড়ে যায়। ফলে পুলিশ ও স্টেডিয়াম কর্তৃপক্ষ সব গেট বন্ধ করে দেয়। যাতে টিকিটবিহীন লোকজন বৈধ টিকিটধারীদের সঙ্গে ভিতরে ঢুকতে না পারে। বিকাল সাড়ে ৪ টার দিকে ভিড় আরও বাড়ে। যার ফলে পুলিশ বলপ্রয়োগ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

উদযাপন শেষ করে সন্ধ্যা সাড়ে ৬টায় দল হোটেলে ফিরে গেলেও ভক্তরা তখনও স্টেডিয়ামের আশেপাশে অবস্থান করছিলেন। যার ফলে ট্র্যাফিক জ্যাম ও বিশৃঙ্খলা আরও বাড়ে। এরপর ধীরে ধীরে সেখান থেকে মানুষ সরে গেলেও দিনটি আইপিএলে ইতিহাসে একটি কালো অধ্যায় রচনা করে ফেলে।

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।