মালয়েশিয়ার শ্রমবাজার

উৎস দেশ থেকে কর্মী নিয়ে সংকট সমাধানের আশ্বাস

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

নির্মাণ, উৎপাদনসহ বিভিন্ন খাতে মালয়েশিয়ায় শ্রমিক সংকট প্রকট আকার ধারণ করেছে। এ অবস্থায় আগামী তিন মাসের মধ্যে বিদেশি কর্মী সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন দেশটির মানবসম্পদ মন্ত্রী ভি শিবকুমার।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার সংসদে প্রশ্নোত্তর পর্বে এ আশ্বাস দেন তিনি।

বিজ্ঞাপন

ভি শিবকুমার বলেন, এই পরিকল্পনার মাধ্যমে বিদেশি কর্মী কোটার আবেদন অনুমোদনের পাশাপাশি কর্মসংস্থান প্রক্রিয়া ত্বরান্বিত করা যেতে পারে। এই উদ্যোগে উৎপাদন, নির্মাণ, বৃক্ষরোপণ, কৃষি এবং পরিষেবা বা রেস্টুরেন্ট উপখাতসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ খাত অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় শ্রমিক সংকট: প্রয়োজন এক মিলিয়ন বিদেশি কর্মী

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, নিয়োগকর্তারা কেন্দ্রীয় ব্যবস্থাপনা সিস্টেম- এফডব্লিউ প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশি কর্মীদের কর্মসংস্থানে আবেদন করতে পারবেন। পাঁচটি সেক্টর এবং সাব-সেক্টরের অধীনে এ আবেদন করা যাবে।

সংসদে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী ভি শিবকুমার

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী জানান, বিদেশি কর্মীদের কর্মসংস্থান প্রক্রিয়া শিথিলকরণ পরিকল্পনার অধীনে নিয়োগকর্তারা ১৫টি উৎস দেশ (যেসব দেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ দেওয়া হয়) থেকে বিদেশি কর্মী নিয়োগের অনুমতি পাবেন। এক্ষেত্রে বিদেশি কর্মীদের কর্মসংস্থান ও কোটা যোগ্যতার পূর্বশর্ত শিথিল করা হবে। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার (একেএস) সাক্ষাৎকার প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়া হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন: মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে পৌনে ৫ লাখ আবেদন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সংসদে এক প্রশ্নের জবাবে শিবকুমার বলেন, ‘মাই ফিউচার জবস’ পোর্টালে চাকরির শূন্যপদ সংক্রান্ত বিজ্ঞাপন এরইমধ্যে বাদ দেওয়া হয়েছে। মানবসম্পদ মন্ত্রণালয় আবেদনের তিন কার্যদিবসের মধ্যে বিদেশি কর্মীদের কর্মসংস্থানের আবেদন যাচাই-বাছাই এবং অনুমোদন করবে।

কেএসআর/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com