জেগো ওঠো নারী প্রতিপাদ্যে মিশিগানে নারী দিবস উদযাপন

আশিক রহমান
আশিক রহমান আশিক রহমান মিশিগান, যুক্তরাষ্ট্র
প্রকাশিত: ০৯:২৪ এএম, ১৫ মার্চ ২০২৩

প্রবাসে বসবাসরত কর্মজীবী নারীদের অংশগ্রহণে ‘জেগো ওঠো নারী’ প্রতিপাদ্যে মিশিগানের ওয়ারেন সিটির আড্ডা মিউজিক ক্যাফেতে ১১ মার্চ অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

পরিবার, সংসার ও কর্মজীবনের অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি নারীরা বিভিন্ন কাজের মাঝেও নিজেরা করে যাচ্ছেন ব্যবসা। সেসব নারীরা পরিবারের আর্থিক স্বচ্ছলতার তাগিদে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। শত নারীর উপস্থিতিতে মিশিগানে পালিত হয় বিশ্ব নারী দিবস।

বিজ্ঞাপন

পারমিতা নিতু ও আফরিন মাহদীর উপস্থাপনায় নারী দিবসে সংসার চালিয়ে কিভাবে ব্যবসা করেও নিজেদের পরিবারে আর্থিক স্বচ্ছলতায় অংশীদার হওয়া যায় পাশাপাশি বাঙালি নারীদের উৎসাহ দেওয়া যায়, সেসব বিষয় নিয়েই নিজেদের সফলতার গল্প শুনিয়েছেন নারী উদ্যোক্তারা

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে অর্থনৈতিক স্বচ্ছলতা, জীবনমান উন্নয়ন ও সৃজনশীল কাজসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১০ জন নারীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Usa-women2.jpg

অনুষ্ঠানের আয়োজক শারমিন তানিম বলেন, আন্তর্জাতিক নারী দিবসে আমরা প্রবাসে বসবাসরত নারীদের নিয়ে প্রথমবারের মতো এই অনুষ্ঠানটি আয়োজন করেছি। আমরা চেষ্টা করছি যারা সংসারের পাশাপাশি পরিবারের অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি সক্রিয় হতে চান তাদের নিয়ে কাজ করতে, তাই অনুষ্ঠানটি জেগো ওঠো নারী প্রতিপাদ্যে সাজিয়েছি, আশা করি আগামীতে অনেক নারী আমাদের কাজের সঙ্গে সম্পৃক্ত হবেন।

নারী দিবসে সম্মাননাপ্রাপ্ত ডা. নিলুফা আক্তার নিতু জানান, পুরুষ ও নারী উভয়ই সমাজে একে অপরের পরিপূরক। আজকে নারী দিবসে আমরা সবাই একত্র হয়েছি। নারীরা শুধু ঘরেই কাজ করেন না বাহিরেও কাজ করেন। আশা করি সবক্ষেত্রেই যে নারীর যে অবদান, সেগুলো তুলে ধরতে পারবো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরেক নারী উদ্যোক্তা তাহিরা জায়গীরদার সম্মাননা পাওয়ায় নিজের অভিব্যক্তি প্রকাশ করছেন এভাবেই। আমি নিজেও একজন চাকরিজীবী।আমরা ৩ জন মিলে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা শুরু করেছি। শিক্ষিকা মায়ের সন্তান হিসেবে মায়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি, যা কিছু অর্জন করেছি তা নারীদের মাঝে ছড়িয়ে দিতে পারলেই অনেক আনন্দ, সেটাই চেষ্টা করছি।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

অনুষ্ঠানে নারী দিবসকে স্মরণীয় করে রাখতে নাচ, কবিতা ও সংগীত পরিবেশন করেন ডা. নিলুফা আক্তার নিতু, মায়িশা এবং টেন এন্ড হাফ ব্যান্ডের জাফরী আল কাদরী, হাসানসহ অনেকেই।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com