বাংলা প্রেসক্লাব মিশিগানের সভাপতি চিন্ময়, সম্পাদক হেলাল

যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশি-আমেরিকান গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলা প্রেসক্লাব মিশিগানের নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৮ মে) রাতে ওয়ারেন সিটিতে বাংলা প্রেসক্লাব মিশিগানের বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলা প্রেসক্লাব মিশিগানের বিদায়ী সভাপতি সৈয়দ শাহেদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় উপস্থিত সভায় সবার সম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভায় চিন্ময় আচার্য্যকে সভাপতি ও কামরুজ্জামান হেলালকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। ১৩ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য নেতারা হলেন সহ-সভাপতি সেলিম আহমেদ, শামীম আহছান, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ আশিক রহমান, তথ্য ও প্রচার সম্পাদক সৈয়দ আসাদুজ্জামান সোহান।
কার্যকরী কমিটির সদস্যরা হলেন- সৈয়দ শাহেদুল হক, মোস্তফা কামাল, রফিকুল হাসান চৌধুরী তুহিন, মৃদুল কান্তি সরকার ও মুজিবুর রহমান শাহীন। এছাড়াও সাধারণ সদস্যদের মধ্যে রয়েছেন দেওয়ান কাউসার, সোলায়মান আল মাহমুদ, তাসনীয়া আলভী ও মাহফুজুর রহমান শাহীন।
ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক ১ বছর মেয়াদি কার্যকরী কমিটি নির্ধারণ করা হয়। সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সবাইকে বিগত সময়ে ক্লাবের সার্বিক কার্যক্রম চালিয়ে যাওয়া ও সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং ১লা জুন থেকে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করার জন্য আহ্বান করেন।
এমআরএম/এমএস