মালয়েশিয়া

বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদকপ্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদযাপন

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৯ এএম, ১০ জুন ২০২৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদকপ্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদযাপন করলো মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার (৯ জুন) বাংলাদেশ হাইকমিশন বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করে।

আরও পড়ুন> কুয়েতে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদকপ্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদযাপন

সুবর্ণজয়ন্তী উপলক্ষে হাইকমিশন প্রাঙ্গণে আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়। এ সময় হাইকমিশনার মো. গোলাম সারোয়ার জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জুলিও কুরি শান্তি পদক প্রদানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও সামগ্রিক তাৎপর্য তুলে ধরেন। জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে একযোগে নিষ্ঠা এবং সততার সঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

পরে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদকপ্রাপ্তি সংক্রান্ত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।

এসএনআর/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]