কুয়েতে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদকপ্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদযাপন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদকপ্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদযাপন করলো কুয়েতে বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় কুয়েতের মিসিলা দূতাবাসের হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের মুজিব কর্নারে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামানের নেতৃত্বে দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও বাংলাদেশ কমিউনিটির নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দূতাবাসে প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান, দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মু. হাসান-উজ-জামান, কুয়েতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, মিনিস্টার (শ্রম) মো. আবুল হোসেন, কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা সচিব মো. ইকবাল আকতার। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন কুয়েতে প্রবাসী বাংলাদেশি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা, সাংবাদিক এবং দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও গান পরিবেশন করেন কুয়েতে বাংলাদেশি প্রবাসী শিল্পীরা।
সাদেক রিপন/এসএনআর/এমএস