মালয়েশিয়ায় জোরপূর্বক কৃষিকাজ, ৮ বাংলাদেশি উদ্ধার

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ২২ জানুয়ারি ২০২৫

মালয়েশিয়ায় শ্রম শোষণের শিকার ৮ বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। দেশটির গুয়া মুসাংয়ের লোজিং হাইল্যান্ডসের একটি সবজি খামারে জোরপূর্বক কৃষি কাজ করানোর জন্য শোষিত এবং প্রতারিত আট বাংলাদেশিকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২.৩০ মিনিটে বুকিত আমান ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (জেএসজে)-এর ডি৩ অ্যান্টি-হিউম্যান ট্র্যাফিকিং অ্যান্ড মাইগ্রেন্ট স্মাগলিং ডিভিশন (অ্যাটিপসম)-এর একটি দল অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

বুধবার (২২ জানুয়ারি) বুকিত আমান ডি৩-এর প্রধান সহকারী পরিচালক, সিনিয়র সহকারী কমিশনার সোফিয়ান সান্তং এক বিবৃতিতে জানান, উদ্ধার ৮ বাংলাদেশির বয়স ২৭ থেকে ৪৭ বছরের মধ্যে।

jagonews24

তিনি বলেন, ভুক্তভোগীদের বেতন না দিয়ে শোষণ করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ ছয় থেকে সাত মাস ধরে কাজ করছিলেন। ৮ বাংলাদেশি উদ্ধার ছাড়াও অভিযানের সময় ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে তিনজন স্থানীয় পুরুষ এবং ২২ জন বিদেশি, যাদের সবার বয়স ২৪ থেকে ৫০ বছরের মধ্যে।

গ্রেফতার তিনজন স্থানীয় ব্যক্তির খামারের মালিক এবং সাহায্যকারী হিসেবে কাজ করছেন এবং দুর্নীতি দমন কমিশন আইন ২০০৭ এর ধারা ১২ এবং অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৫৫বি এর অধীনে তাদের বিরুদ্ধে আরও তদন্ত করা হচ্ছে।

মালয়েশিয়ায় শ্রম শোষণের শিকার ৮ বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। দেশটির গুয়া মুসাংয়ের লোজিং হাইল্যান্ডসের একটি সবজি খামারে জোরপূর্বক কৃষি কাজ করানোর

গ্রেফতার অন্যান্য অভিবাসীরা হলেন- বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়ার কৃষি শ্রমিক।

সোফিয়ান আরও বলেন, যে সবজি খামারে অভিযান চালানো হয়েছিল সেখানে বাঁধাকপি, পেঁয়াজ এবং টমেটো চাষ করা হত। ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(খ) এবং দন্ডবিধির ৩৭২বি/৩৭৩ ধারা অনুসারে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন, বুকিত আমান ডি৩-এর প্রধান সহকারী পরিচালক।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]