কুমিল্লা সোসাইটি জাপানের উদ্যোগে ইফতার মাহফিল

ফখরুল ইসলাম
ফখরুল ইসলাম ফখরুল ইসলাম , জাপান প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৯ এএম, ১০ মার্চ ২০২৫

কুমিল্লা সোসাইটি জাপানের উদ্যোগে টোকিওর আকাবানে ভিবিও হলে ৯ মার্চ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপান বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী।

এ সময় সভাপতিত্ব করেন কুমিল্লার সোসাইটির সভাপতি লুৎফর রহমান শিপারের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা সোসাইটির সাধারণ সম্পাদক মো. এনামুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার।

কুমিল্লা সোসাইটি জাপানের উদ্যোগে ইফতার মাহফিল

উপস্থিত ছিলেন ব্যবসায়ী সংগঠনের নেতা বাদল চাকলাদার, নান্নু এমডি ইসলাম, মির রেজা, মনির, উপদেষ্টা কাওসার আলম ভূঁইয়া, নাজমুল ভূঁইয়া, সিরাজুল ইসলাম, বদিউল হক, ডা. মিলন, কাজী শাহীন, কাজী মারুফ প্রমুখ।

কুমিল্লা সোসাইটি জাপানের উদ্যোগে ইফতার মাহফিল

আয়োজনে উপস্থিত হয়ে বিদেশের মাটিতে বাংলাদেশিদের বন্ধন আরও শক্তিশালী করেছে বলে মনে করেন সংগঠনটির সভাপতি লুৎফর রহমান শিপার। তিনি বলেন, সবাই খুশি মনে অংশগ্রহণ করে আমাদের যে সহযোগিতা করেছেন এজন্য অশেষ ধন্যবাদ। ভবিষ্যতে কুমিল্লাবাসীকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন এ আশা করি।

এমআরএম/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]