মালদ্বীপে বিশেষ অভিযানে ৫০ প্রবাসী শ্রমিক আটক

মোহাম্মদ মাহামুদুল
মোহাম্মদ মাহামুদুল মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ
প্রকাশিত: ০৯:৪২ এএম, ২৮ এপ্রিল ২০২৫

মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ দেশটির ধুভাফারু আইল্যান্ডে বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ জনেরও বেশি অবৈধ প্রবাসী শ্রমিককে আটক করেছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে ইমিগ্রেশন জানিয়েছে, বুধবার পুলিশের সহযোগিতায় ধুভাফারুতে বিশেষ অভিযান পরিচালনা হয়। এ সময় কাগজপত্র না থাকায় ৫০ শ্রমিককে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

ইমিগ্রেশন বিভাগ জানায়, অভিযান চলাকালীন ১০০ জন প্রবাসী শ্রমিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে মোট ৫১ জন প্রবাসীকে আটক করা হয়। তদন্তের স্বার্থে আটকদের পরিচয় গোপন রাখা হয়েছে।

মালদ্বীপে অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে ২০২৩ সালে অভিযান শুরু হয়েছিল। এখন পর্যন্ত ছয় হাজারের বেশি প্রবাসীকে মালদ্বীপ থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মালদ্বীপের রাজধানীতে চলমান অভিযান থেকে বাঁচতে অনেক অবৈধ প্রবাসী আইল্যান্ডগুলোতে চলে যায়। এরপর থেকেই আইল্যান্ডগুলোতে অভিযান জোরদার করে ইমিগ্রেশন বিভাগ।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

মালদ্বীপ প্রবাসীদের বায়োমেট্রিক ডাটা সংগ্রহের জন্য একটি প্রোগ্রাম চলমান। গত ১৯ মার্চ, মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত এক লাখ অভিবাসীর বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করা হয়েছে।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com