আন্তর্জাতিক ক্রিসমাস বাজারে বাংলাদেশসহ ৪০ দেশের অংশগ্রহণ

মতিউর রহমান মুন্না
মতিউর রহমান মুন্না মতিউর রহমান মুন্না , গ্রিস প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৭ এএম, ০৮ ডিসেম্বর ২০২৫

গ্রিসের রাজধানী এথেন্সে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ক্রিসমাস বাজার। এবারের উৎসবে বাংলাদেশ, পাকিস্তানসহ মোট ৪০টি দেশ অংশ নিয়েছে।

প্রতি বছরের মতো এবারও এথেন্সের গাজী এলাকায় ৬ ও ৭ ডিসেম্বর আন্তর্জাতিক ক্রিসমাস বাজারের আয়োজন করে সুপরিচিত গ্রিক মানবিক সংগঠন Friends of the Child।

এবার বাজারে অংশগ্রহণ করে বাংলাদেশ, পাকিস্তানসহ মোট ৪০টি। প্রতিটি দেশ তাদের নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি, পোশাক, কারুশিল্প এবং ঐতিহ্যবাহী খাবার প্রদর্শন করে আন্তর্জাতিক দর্শকদের সামনে নিজেদের পরিচয় তুলে ধরছে।

আন্তর্জাতিক ক্রিসমাস বাজারে বাংলাদেশসহ ৪০ দেশের অংশগ্রহণ

এথেন্সের বাংলাদেশ দূতাবাসের স্টলটিতে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং উন্নয়নচিত্র তুলে ধরা হয়। হাজারো আগত দর্শনার্থীরা বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প, পোশাক, নকশিকাঁথা, সজ্জাসামগ্রী ইত্যাদির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।

দূতাবাসের সদস্যরা নারী ও শিশু দর্শনার্থীদের হাতে মেহেদির নকশা অঙ্কন করেন, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
দর্শনার্থীরা এক ছাদের নিচে বিশ্বের নানা দেশের ঐতিহ্যবাহী খাবার চেখে দেখা, দেশীয় পোশাক কেনা, উপহার সামগ্রী সংগ্রহসহ বহুসাংস্কৃতিক অভিজ্ঞতার সুযোগ পাচ্ছেন।

আন্তর্জাতিক ক্রিসমাস বাজারে বাংলাদেশসহ ৪০ দেশের অংশগ্রহণ

Friends of the Child কর্তৃপক্ষ বাজার থেকে প্রাপ্ত সমগ্র আয় গ্রিসের সুবিধাবঞ্চিত, অনাথ এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা শিশুদের কল্যাণে ব্যয় করা হয়।

সংগঠনটি বহু বছর ধরে শিশুদের চিকিৎসা, খাদ্য, শিক্ষা ও সুরক্ষায় কাজ করছে। আন্তর্জাতিক বাজারটি তাদের অন্যতম প্রধান বার্ষিক অর্থ সংগ্রহ কার্যক্রম।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]