মালয়েশিয়ায় ‘অগ্রণী রেমিট অ্যাপ’ উদ্বোধন

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ০৮ মে ২০২৫

মালয়েশিয়া থেকে নিরাপদে ও বৈধপথে বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে ‘অগ্রণী রেমিট অ্যাপ’ এর উদ্বোধন করা হয়েছে। অ্যাপটির মাধ্যমে অগ্রণী ব্যাংকসহ বাংলাদেশের যে কোনো ব্যাংক, বিকাশ ও নগদে রেমিট্যান্স পাঠানো যাবে।

মালয়েশিয়ায় অবস্থিত অগ্রণী ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি অগ্রণী রেমিট্যান্স হাউজ এসডিএন বিএইচডির উদ্যোগে ৬ মে ‘অগ্রণী রেমিট অ্যাপ’ উদ্বোধন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।

এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তাগীর, কনসুলার (লেবার) সৈয়দ শরিফুল ইসলাম, মিনিস্টার (পলিটিক্যাল) মোছা. শাহানারা মনিকা, অগ্রণী রেমিট্যান্স হাউস মালয়েশিয়ার সিইও এবং পরিচালক সুলতান আহমেদ, ডটলাইনস এর নির্বাহী পরিচালক মো. তারেক মঈন উদ্দিনসহ উভয় দেশের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। গ্রাহকদের জন্য আগামী জুন মাসের প্রথম সপ্তাহে অ্যাপটি উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন অগ্রণী রেমিট্যান্স হাউসের সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com