মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৩ এএম, ১০ মে ২০২৫

মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তির ওপর আলোচনা করেছেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান ও মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী ওয়াইবি লিউ চিন টং।

মঙ্গলবার (৬ মে) মালয়েশিয়ার শিল্প মন্ত্রণালয়ে আলোচনায় সংশ্লিষ্টরা অংশ নেন। উভয়পক্ষ ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এবং দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির গঠনমূলক আলোচনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা

হাইকমিশনের ফেসবুক পেজে এক নোটিশে বলা হয়, গুরুত্বপূর্ণ এই আলোচনায়, সার ও রাবার খাতে জিটুজি সহযোগিতা, যৌথ ব্যবসা কাউন্সিল চালু করা, হালাল খাতে এবং সেমিকন্ডাক্টর শিল্পে সহযোগিতাসহ অন্যান্য বিষয়ের ওপরও জোর দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আলোচনায়, মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মালয়েশিয়ার বহির্বাণিজ্য উন্নয়ন করপোরেশন, মালয়েশিয়ান বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং মালয়েশিয়ার রপ্তানি-আমদানি ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় হাইকমিশনারের সঙ্গে ছিলেন মোছা. শাহানারা মনিকা, মিনিস্টার (রাজনৈতিক) প্রণব কুমার ঘোষ, প্রথম সচিব (বাণিজ্যিক)।

মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাইকমিশনার শ্রম অভিবাসনসহ অর্থনৈতিক ও বাণিজ্য এবং হালাল শিল্প, কৃষি প্রযুক্তি, ফিনটেক ডিজিটাল অর্থনীতির মতো উচ্চ-প্রভাবশালী খাতে মালয়েশিয়ার বিনিয়োগ বৃদ্ধির জন্য বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেছেন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

উপমন্ত্রী শিগগিরই বাংলাদেশ সফরে তার আগ্রহ প্রকাশ করেন এবং এই সফরকে সহজতর করার জন্য সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন হাইকমিশনার।

এমআরএম/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com