কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

জিসান মাহমুদ
জিসান মাহমুদ জিসান মাহমুদ , কুয়েত প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৩ এএম, ০৬ আগস্ট ২০২৫
জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করেছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দিবসটি উদযাপন উপলক্ষে দূতাবাসে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। সঞ্চালনায় ছিলেন কাউন্সেলর ও দূতালয় প্রধান মুহাম্মদ মনিরুজ্জামান।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। পরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ওপর নির্বাচিত কয়েকটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে জুলাই-আগস্টে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা ও দেশের উন্নয়ন কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন পেশাজীবী ও প্রবাসীরা উপস্থিত ছিলেন।

কেএসআর/

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]