প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে জেদ্দা কনস্যুলেটের মতবিনিময়


প্রকাশিত: ১১:৪৮ এএম, ১৪ মে ২০১৭

সৌদি আরবের আছির প্রদেশের প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। শুক্রবার (১২ মে) আছির প্রদেশের খামিস মোশাইতস্থ হোটেল মারকিউরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপত্বি করেন কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দীন। সভায় আরও উপস্থিত ছিলেন কনস্যুলেটের কর্মকর্তারা। সভায় প্রদেশের বিভিন্ন এলাকার প্রায় ২০০ প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এছাড়া সভায় সৌদির কিং খালিদ ইউনিভার্সিটির শিক্ষক, বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবীসহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকে বিভিন্ন বিষয়ের উপর প্রশ্নের উত্তর প্রদান করেন কনসাল জেনারেল। সভাপতির বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিএ/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com