আমিরাতে মিরসরাই ইয়ুথ ফোরামের কমিটি গঠন

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত মিরসরাইবাসীদের নিয়ে গঠিত ‘আমিরাত মিরসরাই ইয়ুথ ফোরামের’ নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
গত শুক্রবার (১২ মে) দুবাইয়ের জাবিল পার্কে নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক কামরুল হাসান জনি।
আরশাদ নুরকে সভাপতি ও আবদুল হালিমকে সাধারণ সম্পাদক করে ২০১৭ সালের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট এ কমিটি করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি মেজবা ভূঁইয়া, সহ-সভাপতি লিটন খান, সহ-সভাপতি সালাহ উদ্দিন ( আজমান), সহ-সভাপতি সালাউদ্দিন ( আল আইন), যুগ্ম সম্পাদক মোয়াজেম হোসেন রুবেল, মোহাম্মেদ কামরুল হোসেন, আরিফ ( আল আইন ), আফজাল হোসেন ও আসিফ আলী খান।
এছাড়া রয়েছেন, সাংগঠনিক সম্পাদক জাহেদ (আল আইন), সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মেদ মুরাদ, জুয়েল চৌধুরী, হোসেন আরিফ, অর্থ সম্পাদক রেজাউল করিম (আল আইন), সহ অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম শামীম, প্রচার সম্পাদক সরওয়ার উদ্দিন রণি, সহ প্রচার সম্পাদক মোহাম্মেদ মিজান, আইনুল কবির সোহাগ, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মেদ সামস, মোবাশ্বের হুদা, ফজলুল হক, আনোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক শাহ পরান, প্রবাসী ও সেবা সম্পাদক মোহাম্মেদ ওয়াহিদ, রিয়াজ উদ্দিন (আজমান), জুয়েল ( দুবাই), শহীদ টিপু, মোহাম্মেদ দিদার এবং নির্বাহী সদস্য মেজবাউল আলম সাত্তার, ইমরান হক, আরিফ রহমান, সাইদুল ইসলাম সায়েদ ও রনি মীর।
কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন মোহাম্মেদ হাফেজ উল্ল্যাহ, সরওয়ার ইকবাল, মেহেদী হাসান, সেলিম, মঞ্জুরুল হোসেন, হাসান চৌধুরী, মহিউদ্দিন, নশু, রকিব উদ্দিন, আকবর হোসেন ও নূর নবি।
কমিটি ঘোষণা ও অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রকিব উদ্দিন, আরশাদ নুর, মেজবা ভূঁইয়া, লিটন খান, আবদুল হালিম, মোয়াজ্জেম হোসেন রুবেল, মেজবাউল আলম সাত্তার প্রমুখ।
বক্তারা বলেন, মিরসরাইয়ের উন্নয়নে কাজ করার লক্ষ্যে প্রবাসী মিরসরাইবাসীদের নিয়ে ইয়ুথ ফোরামের যাত্রা শুরু হয়েছে। বর্তমানে ৩০০ সদস্য এতে অন্তর্ভুক্ত হলেও আগামীতে তা হাজার ছাড়িয়ে যাবে।
তারা নতুন কমিটির প্রতি আরব আমিরাতে বসবাসরত মিরসরাইবাসীদের সহায়তা কামনা করেন।
এসআর/জেআইএম