মালদ্বীপে মেডিকেল শিক্ষামেলা ‘এডুবেস্ট এক্সপো’
মালদ্বীপে মেডিকেল শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য দুই দিনব্যাপী মেডিকেল শিক্ষা মেলা ‘এডুবেস্ট এক্সপো’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) রাজধানী মালের একটি অভিজাত হোটেলে এ মেলায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের স্বনামধন্য মেডিকেল কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
মেলায় এমবিবিএস, বিডিএসসহ বিভিন্ন মেডিকেল কোর্সে ভর্তি, ভর্তি যোগ্যতা, খরচ, স্কলারশিপ, হোস্টেল সুবিধা এবং ভিসা সংক্রান্ত তথ্য সরাসরি শিক্ষার্থী ও অভিভাবকদের জানানো হয়। আগ্রহীরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এসে অন-স্পট কাউন্সেলিং ও প্রাথমিক আবেদন করার সুযোগ পান।

আয়োজকরা জানান, মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের মেডিকেল শিক্ষার সুযোগ সহজ ও স্বচ্ছভাবে উপস্থাপন করাই এ এক্সপোর মূল উদ্দেশ্য। মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এক জায়গায় একাধিক প্রতিষ্ঠানের তথ্য পেয়ে তারা উপকৃত হয়েছেন।
এডুবেস্ট এক্সপোতে মেডিকেল শিক্ষার পাশাপাশি ক্যারিয়ার গাইডলাইন, ইন্টার্নশিপ ও ভবিষ্যৎ কর্মসংস্থানের দিকনির্দেশনাও তুলে ধরা হয়। আয়োজকদের আশা, এ ধরনের শিক্ষা মেলা মালদ্বীপে মেডিকেল শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমআরএম/এএসএম