আমিরাতে গিয়াস উদ্দিনকে সংবর্ধনা

মিরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিনের সংযুক্ত আরব আমিরাতে আগমন উপলক্ষে মিরসরাই আল আইন প্রবাসী ও আল আইন যুবলীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার আল আইন সিটির সুপার রেস্টুরেন্টে সংবর্ধনা অনুষ্ঠানে আল আইন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর মোহাম্মদের পরিচালনায় আল আইন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সেলিম রাজুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আমিরাত মিরসরাই সমিতির সাধারণ সম্পাদক এম এ তাহের ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে ছিলেন আল আইন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম।
সভায় বিশেষ অতিথি ছিলেন আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী শেখ নবী, মোহাম্মদ আলা উদ্দিন, নূর উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ গিয়াস, মোহাম্মদ নুরুল আলম, আবু কাশেম, আলমগীর হোসেন, মোহাম্মদ ইলিয়াজ, মোহাম্মদ ইকবাল, ইসমাইল, কবি ও সাংবাদিক মোহাম্মদ মনির উদ্দিন মান্না প্রমুখ।
এছাড়া আল আইনে বিভিন্ন সামাজিক সংগঠন সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও যুবলীগের পক্ষ থেকে আলহাজ গিয়াস উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এমএআর/এমএস