ইউরোপের আ.লীগ সমর্থকদের সদস্য ফরম হালনাগাদের নির্দেশ

ইউরোপের সব দেশে আওয়ামী লীগ সমর্থকদের সদস্য ফর্ম পূরণ ও হালনাগাদের নির্দেশ দিয়েছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি। শুক্রবার এক বিবৃতিতে তিনি এই নির্দেশ দেন।
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি গত ২০ মে সভানেত্রী শেখ হাসিনার সদস্য ফরম পূরণের মাধ্যমে আওয়ামী লীগের সদস্য সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিবৃতিতে বলা হয়, আগামী বছর জাতীয় নির্বাচনের আগে প্রবাসে বাঙালিদের মধ্যে আওয়ামী লীগ সমর্থকদের ও সদস্য সংগ্রহ হালনাগাদ জরুরি। সেই লক্ষে আগামী ৬ মাসের মধ্যে ইউরোপের সবদেশে সদস্য সংগ্রহ আপডেট করার জন্য সভাপতি/সাধারণ সম্পাদককে নির্দেশ দেয়া গেল।
আরো বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেধা ও কর্মগুণে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। কিন্তু প্রবাসে আওয়ামী লীগ নামধারী কিছু দুষ্টুলোক আওয়ামী লীগের ভাবমূর্তি প্রবাসীদের কাছে বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। কিছু নেতা দেশে থেকে প্রবাসে রাজনীতির নিয়ন্ত্রক হতে চায়। আবার অনেকে ঘরে বসে টেলিফোনের মাধ্যমে রাজনীতি করতে চায়। যত বাধাই আসুক অনেক কষ্টে গড়া ইউরোপ আওয়ামী লীগের শক্তিশালী ভীতকে নষ্ট করা যাবে না।
এআরএস/এমএস