আমিরাতে কোরআন প্রতিযোগিতার ফাইনাল আজ


প্রকাশিত: ০২:৪৭ এএম, ১০ জুন ২০১৭

সংযুক্ত আরব আমিরাতে সৈয়দ অাহাদ ফাউন্ডেশন অায়োজিত তেলোয়াতে কোরআন প্রতিযোগিতার ফাইনাল আজ শনিবার (১০ জুন) অনুষ্ঠিত হবে। এদিন সাড়ে ৩টা থেকে শারজাহ রেডিসন ব্লু হোটেলে এই ফাইনাল অনুষ্ঠিত হবে।

জাগো নিউজকে এ তথ্য জানান সৈয়দ আহাদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসমাইল গণি চৌধুরী। তিনি বলেন, দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এস বদিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরোও বলেন, এখনকার স্থানীয় আরবি শেখসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উচ্চ পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন, সৈয়দ আহাদ ফাউন্ডেশনের সভাপতি মোস্তফা মাহমুদ।

সৈয়দ অাহাদ ফাউন্ডেশন অায়োজিত তেলোয়াতে কোরআন প্রতিযোগিতায় আমিরাতের বিভিন্ন বিভাগ থেকে মোট ২৯০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৫ জন প্রতিযোগী ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এআরএস/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com