খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদ ইতালিতে

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি ইতালি থেকে
প্রকাশিত: ০৭:২৫ এএম, ১২ অক্টোবর ২০১৭

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জারির প্রতিবাদে ইতালিতে নাপলি মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নাপলি মহানগর বিএনপির অফিস কার্যালয়ে এক আলোচনা সভায় গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি নেতারা।

বিজ্ঞাপন

সভায় নাপলি মহানগর বিএনপি সভাপতি মিজান মজুমদারের সভাপতিত্বে ও নাপলি জুলিয়ানু বিএনপি সভাপতি সুলেমান বেগের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইতালি বিএনপি সহসভাপতি শাহজাহান তালুকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন নাপলি মহানগর বিএনপি সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান, নাপলি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, নাপলি যুবদলের সিনিয়র সহ সভাপতি মিলটন, নাপলি যুবদলের সাংগঠনিক সম্পাদক সোহাগ আহমদ,নাপলি শ্রমিক দলের সভাপতি সুমন আহমদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামরুজামান কামরুল,নাপলি মাহানগর বিএনপি সহ সভাপতি আব্দুল হান্নান, নাপলি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সজল আহমদ যুবদল নেতা জাকির হোসেন, জামিল আহমেদ।

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নাপলি মাহানগর বিএনপির সাধারণ সম্পাদক মুসফিকুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান তালুকদার বলেন, রাষ্ট্র সমাজের আবহাওয়া এখন বৈরিতায় বিষাক্ত। ক্ষমতাসীনদের অবৈধ সত্ত্বাই তাদের কাণ্ডজ্ঞানহীন উন্মাদগামী করেছে। কিন্তু তাদের সকল অপকর্ম তারা এখন লুকাতে পারছে না। উন্মোচিত হচ্ছে তাদের কুৎসিত কর্মকাণ্ড। এই কুপথগামী সরকারের অবলম্বন শুধুমাত্র নির্লজ্জ মিথ্যাচার আর হিংসাশ্রয়ী আচরণ। সত্য ঘটনাকে মিথ্যা বলা আর মিথ্যাকে সত্য বলা আওয়ামী লীগের আদর্শিক ম্যানিফেস্টো।

সভায় আরও বক্তব্য রাখেন- মুসফিকুর রহমান, রেজাউল ইসলাম, মিল্টন, সুমন আহমেদ, সোহাগ আহমেদ, কামরুজামান কামরুল, আব্দুল হান্নান, সজল আহমেদ, জাকির হোসেন, সুলেমান বেগ প্রমুখ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এনএফ/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com