কাতারে আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

আনোয়ার হোসেন মামুন
আনোয়ার হোসেন মামুন আনোয়ার হোসেন মামুন , কাতার প্রতিনিধি কাতার
প্রকাশিত: ০২:১২ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশের ৪৬তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিজয় আনন্দ করেছে আওয়ামী লীগ কাতার শাখা। স্থানীয় সময় শুক্রবার রাতে কাতারের রাজধানী দোহা নাজমা সালিমার রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আহ্বায়ক আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জিএস সুমন ও আহমেদ মালেকের যৌথ পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, কাতার বঙ্গবন্ধু পরিষদ সভাপতি এসএম ফরিদুল হকসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রত্যেক বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধুর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজীবন, এ চেতনাকে ধারণ করে আগামীর তরুণ প্রজন্মকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

এমআরএম/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com