রিয়াদে স্বেচ্ছাসেবক লীগের ২৪তম জন্মদিন উদযাপন

আব্দুল হালিম নিহন
আব্দুল হালিম নিহন আব্দুল হালিম নিহন , সৌদি আরব প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৯ এএম, ২৮ জুলাই ২০১৮

সৌদি আরবে রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কেক কেটে স্বেচ্ছাসেবক লীগের ২৪তম জন্মদিন উদযাপন করা হয়েছে। ২৬ জুলাই এদিন উপলক্ষে শিপা আলজাজিরা হলরুমে আওয়ামী নেতাকর্মীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।

রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইউসুফ খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফারুক হোসেনের পরিচালনায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের ২৪তম জন্মদিনে রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র নেতারাসহ বিপুল সংখ্যক সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর সফলতা ও বিভিন্ন উন্নয়নমূলক বিষয় তুলে ধরা হয়। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি আ্যডভোকেট মোল্লা মোহাম্মদ কাউসার নেতাকর্মীদের বিভিন্ন পরামর্শ দেন।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com