সৌদিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের এক বছর পূর্তি

আব্দুল হালিম নিহন
আব্দুল হালিম নিহন আব্দুল হালিম নিহন , সৌদি আরব প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৪ এএম, ২৯ জুলাই ২০১৮

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের এক বছর পূর্তি উপলক্ষে রিয়াদে বসবাসরত প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসীহ’র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রেস ২য় সচিব ফখরুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- দূতাবাসের উপ-কমিশন প্রধান ডক্টর মো. নজরুল ইসলাম, দূতাবাসের কার্যালয় প্রধান ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ, ডিফেন্স এটাচি বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহ আলম চোধুরী,

বিজ্ঞাপন

এছাড়া ইকোনমিক কাউন্সিলর ড. মো. আবুল হাসান, শ্রম কাউন্সিলর মোহাম্মদ সারোয়ার আলম, কাউন্সিলর মো. বশির, কাজি নরুল ইসলাম, মো. আসাদুজ জামান, মো. সফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উঠে আসে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি, বেকারত্ব, প্রবাসীদের সেবার মান বৃদ্ধি, নারীকর্মীর, ভিসার দালাল চক্র, স্কুলসহ নানান সমস্যার সমাধানের কথা।

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত তার মেয়াদকালে প্রবাসীদের দূতবাসের সেবা বৃদ্ধি দালালমুক্ত দূতাবাসের সেবা, প্রবাসীদের আস্থা ফিরিয়ে আনাসহ নানা দিক তুলে ধরেন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

রাষ্ট্রদুত বলেন, দূতাবাসের দরজা প্রবাসীর ২৪ ঘণ্টা খোলা পাবে। সমস্যা নিরসনে যে কোনো সময় দূতাবাসে আসতে পারবেন। এছাড়া সরাসরিও কথা বলার সুযোগ রয়েছে।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com