সৌদিতে করোনায় আরেক বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ২৯ আগস্ট ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে বাংলাদেশি ব্যবসায়ী মো. সাহাব উদ্দীনের (৪০) মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত ৮টায় জেদ্দার সুলেমানীয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সাহাব উদ্দীন বেশ কিছুদিন ধরে করোনার উপসর্গে ভুগছিলেন। এরপর নমুনা পরীক্ষা করালে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। ১৪ আগস্ট সৌদির জেদ্দা শহরের সুলেমানীয়া হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ১৪ দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

প্রায় ২০ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান সাহাব উদ্দিন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। নিহত ব্যবসায়ী সাহাব উদ্দিন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নুর মোহাম্মদপুর গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

এমআরএম/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com