দক্ষিণ আফ্রিকায় করোনায় মৃত্যু ২৫ হাজার ছাড়িয়েছে

ফারুক আস্তানা
ফারুক আস্তানা ফারুক আস্তানা , দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০

দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে। বুধবার (২৩ ডিসেম্বর) দেশটিতে একদিনে মারা গেছেন ৪১১ জন। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৫৭৭ জন।

এদিন নতুন করে শনাক্ত হয়েছে ১৪ হাজার ৪৬ জন। ফলে দক্ষিণ আফ্রিকায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ লাখ ৪ হাজার ২৫৮ জন। এর মধ্যেই দেশটিতে সুস্থ হয়ে ফিরেছেন ৮৮ শতাংশ রোগী।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. জাভেলি এমকিজে বলেছেন, দক্ষিণ আফ্রিকার সরকার লকডাউন বিধিনিষেধগুলো নিয়ে পর্যালোচনা করছে। যে হারে কোভিড-১৯ সংক্রমণ বাড়ছে, তা দেশের স্থিতিশীলতার জন্য হুমকি।

মন্ত্রী বলেন, সেকেন্ড ওয়েভে করোনা ছড়িয়ে পড়ার হার প্রথমবারের তুলনায় বেশি। এদিকে আফ্রিকায় করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে দেশটির সাথে আর্ন্তজাতিক ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে জার্মানি, ব্রিটেন ও ইসরাইল।

দক্ষিণ আফ্রিকার বিমান সংস্থা বিমান চলাচালে নিষেধাজ্ঞার বিষয়ে উদ্বেগ জানিয়েছেন। করোনার নতুন রূপটি মহামারি আকার ধঅরণ করলে দক্ষিণ আফ্রিকার অর্থনীতি আবার মুখ থুবড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফারুক আস্তানা/এএএইচ/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]