বোস্টনে করোনা আক্রান্ত হয়ে বিএনপি নেতার মৃত্যু

কৌশলী ইমা কৌশলী ইমা , যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশিত: ১১:১১ এএম, ৩১ ডিসেম্বর ২০২০

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রবাসী বিএনপি নেতা মিতোষ বড়ুয়ার মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২৫ ডিসেম্বর) স্থানীয় লিওমিন্সটাবের ইউমাস মেমোরিয়াল হেলথ অ্যালায়েন্স ক্লিনটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাঁচ দিন পর বোস্টন প্রবাসীদের সহযোগিতায় বুধবার (৩০ ডিসেম্বর) সালেম সেমেট্রিতে তার শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মিতোষ বড়ুয়া নিউ ইংল্যান্ড (বোস্টন) বিএনপির ক্রীড়া সম্পাদক ছিলেন। বোস্টনে এ নিয়ে দুইজন বাংলাদেশি করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন।

তার মৃত্যুতে নিউ ইংল্যান্ড বিএনপির নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়াও বোস্টনের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা পৃথক শোক বার্তা দিয়েছেন।

বিএনপি নেতা মিতোষ বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, দলের নীতি ও আদর্শ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শনে গভীরভাবে বিশ্বাসী ছিলেন মিতোষ বড়ুয়া। তিনি ছিলেন একজন বলিষ্ঠ সংগঠক। বোস্টন বিএনপির ক্রীড়া সম্পাদক হিসেবে তিনি দলকে মজুবত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে একনিষ্ঠভাবে কাজ করে গেছেন। তার মৃত্যুতে বোস্টন বিএনপি’র অপূরণীয় ক্ষতি হলো।

বিএনপি মহাসচিব শোকবার্তায় মিতোষ বড়ুয়ার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

কৌশলী ইমা/এএএইচ/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]