লেবাননে করোনায় বাংলাদেশি নারীর মৃত্যু

বাবু সাহা
বাবু সাহা বাবু সাহা
প্রকাশিত: ০৮:৪৪ এএম, ২৭ জানুয়ারি ২০২১

লেবাননে করোনায় আক্রান্ত হয়ে রাবিয়া বেগম নামে এক বাংলাদেশি নারী কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর দুইটায় বৈরুতের রফিক হারিরি হাসপাতালে তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ হিমঘরে আছে।

রাবিয়া বেগমের মেয়ে লেবানন প্রবাসী তানজিনা আক্তার জানান, তার মা ছয় বছর আগে গৃহকর্মীর ভিসায় লেবাননে আসেন। দুই সপ্তাহ আগে শারীরিক অসুস্থতা নিয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হলে সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। পরে অবস্থার আরও অবনতি হলে তার মেয়ে শুক্রবার সকালে তাকে রফিক হারিরি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করার কয়েক ঘণ্টা পরেই রাবিয়া বেগমের মৃত্যু হয়।

রাবিয়া বেগমের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার সাতপুকুরিয়া গ্রামে। বাবার নাম হারুনুর রশীদ।

লেবাননে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে নয় বাংলাদেশির মৃত্যু হয়েছে।

এমআরআর/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]