সবার জন্য হোক ভালোবাসা জীবনের এক তীব্র আকাঙ্ক্ষা

সুইডিশ ভাষার একটি গুরুত্বপূর্ণ শব্দ লুস্ট (lust) যার বাংলা আভিধানিক অর্থ আকাঙ্খা বা ইচ্ছা। অনেকভাবে চেষ্টা করেছি সুইডিশদের মতো করে শব্দটির অর্থ খুঁজে পেতে কিন্তু অনুভূতিটা পাইনি। সুইডিশরা লুস্ট শব্দটি ব্যবহার করে যেমন লুস্ট আত এ্যলস্কা( lust att älska), লুস্ট আত রেছা (lust att resa), লুস্ট আত লেভা( lust att leva)।
বাংলায় মানে দাঁড়াবে ভালোবাসার ইচ্ছা, ভ্রমণ করার শখ, বেঁচে থাকার শখ। মানব জীবনে লুস্ট ছাড়া সব কিছুই মূল্যহীন। কারণ লুস্ট না থাকা মানে ইচ্ছার বিরুদ্ধে বা মনের বিরুদ্ধে জোর করে কিছু করা। জোর করে কিছু করার মাঝে মজা আছে কি? নেই। তাই সচরাচর সুইডিশ জাতি লুস্ট শব্দটি ব্যবহার করে থাকে সুন্দর কিছু করতে বা ভাবতে।
আরেকটি শব্দ লগোম (lagom) এর সঠিক (১০০% সিনোনিম বা প্রতিশব্দ) ব্যবহার পৃথিবীর অন্যকোনো ভাষায় খুঁজে পাওয়া যাবে না। লগোমের বাংলা আভিধানিক অর্থ ‘ঠিক’ বলা যেতে পারে। আমরা যেমন বলি তরকারিতে লবন ঠিক হয়েছে, মানে কম বা বেশি হয়নি।
‘লগোম’ এবং ‘ঠিক’ শব্দটি সত্যিকার অর্থে একই মনে হয় আমার কাছে তবুও এরা যখন লগোম শব্দটি ব্যবহার করে তখন তা পারফেক্টলি ম্যাচ করে ব্যবহারিক ক্ষেত্রে।
লুস্ট এবং লগোম দুটি শব্দ যা অন্য দশটা শব্দের মতো নয়। কারণ এ দুটো শব্দে জড়িয়ে রয়েছে বেঁচে থাকার আখাঙ্খার ছন্দ এবং গন্ধ যা সত্যিকার জীবন খুজে পেতে সাহায্য করে। যে জীবনে লুস্ট নেই সে জীবনের মূল্য নেই। যে জীবনে ভালোবাসা নেই সে জীবনের মানে নেই।
সুইডিশ জাতি ভালোবাসা শব্দটিও খুব ব্যবহার করে থাকে। ভালোবাসার সুইডিশ মানে এ্যলস্কা (älska)। ইয়গ এ্যলস্কার দেই(Jag älskar dig) - আমি তোমাকে ভালোবাসি।
মজার বিষয় হলো শুধু বাংলা ভাষাতেই কয়েকভাবে যেমন তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসি তোমাকে আমি, ভালোবাসি আমি তোমাকে বা আমি তোমাকে ভালোবাসি বলা এবং লেখা যায় যা অন্যকোনো ভাষায় সম্ভব কিনা জানি না।
এত সুন্দর একটি শব্দ ভালোবাসা এবং এতভাবে একে বলা যায় তার পরও আমরা ভালোবাসার সঠিক মূল্যায়ন করতে অনেক সময় ভুলে যাই!
বহু বছর আগের কথা একবার একটি সুইডিশ মেয়েকে সামান্য পরিচয়ে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি। মেয়েটি আমাকে বলেছিল কোথায়, কখন, কীভাবে? আরো বলেছিল তুমি আমাকে ভালোবাসো অথচ আমি তো তার কিছুই না পারছি দেখতে, না পারছি অনুভব করতে, না পারছি বুঝতে? আমি তো অবাক! বলে কি? পরে বুঝেছিলাম কেন সে অমন করে বলেছিল।
ভালোবাসা এক কেন্দ্রিক হলে যা হয় আরকি। দুটি মন যখন দু’জনার না হয়ে এক হয়ে যায় তখনই ভালোবাসা দেখা, শোনা, চেনা, স্পর্শ, জানা এবং অনুভব করা যায়। ভালোবাসা বেঁচে থাকার এক তীব্র আকাঙ্খা যার মধ্যে রয়েছে শুধু ভালোবাসা।
জীবনে লুস্ট, লগোম এবং এ্যলস্কা না থাকলে জীবনের মূল্য খুঁজে পাওয়া সম্ভব নয়। পৃথিবীতে যারা লগোম, লুস্ট এবং ভালোবাসার তীব্র আকাঙ্খায় মগ্ন হয়েছে তারাই জীবনে বেঁচে থাকার সাধ পেয়েছে। ভালোবাসার উপর লেখাটি ১৪ ফেব্রুয়ারির ভালোবাসা দিবসের সৌজন্যে লেখা হলেও ভাবাটি হতে পারে প্রতিক্ষণ এবং সারাক্ষণের জন্য।
কারণ ভালোবাসা এমন একটি সুন্দর স্বর্গীয় জিনিস যা বছরে একবার নয় বারবার ফিরে আসা উচিৎ আমাদের সবার জীবনে। ভালোবাসা ফিরে আসুক গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, শীত, বসন্ত, শরত, সময়ে অসময়ে।
লেখক: রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন থেকে, rahman.mridha@gmail.com
এমআরএম/এমএস