দ. আফ্রিকায় করোনায় বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

ফারুক আস্তানা
ফারুক আস্তানা ফারুক আস্তানা , দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি
প্রকাশিত: ০১:০০ পিএম, ৩১ মার্চ ২০২১

দক্ষিণ আফ্রিকার পিটারমরিসবার্গ হাসপাতালে কর্মরত প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডা. আব্দুল গনি মোল্লা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বাড়ি গাজীপুরের কালিয়াকৈর থানায়।

মঙ্গলবার (৩০ মার্চ) সকালে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডা. আব্দুল গনি মোল্লা চট্টগ্রাম মেডিকেল কলেজের ২৬তম ব্যাচের ছাত্র ছিলেন।

এদিকে দীর্ঘ ২০ বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে বেড়াতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোর্শেদ নামের এক প্রবাসী। তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার।

মোর্শেদ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান। তিনি দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের মাফিকিং এলাকায় ব্যবসা করতেন।

জেএইচ/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]