দক্ষিণ আফ্রিকায় করোনায় আরও এক প্রবাসীর মৃত্যু

ফারুক আস্তানা
ফারুক আস্তানা ফারুক আস্তানা , দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩১ এএম, ০২ এপ্রিল ২০২১
মৃত দক্ষিণ আফ্রিকা প্রবাসী কালু মাতবর

দক্ষিণ আফ্রিকায় করোনায় আক্রান্ত হয়ে কালু মাতবর নামে আরও এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশটিতে তিন প্রবাসীর মৃত্যু হলো। মৃত কালু মাতবরের বাড়ি মুন্সিগঞ্জের মোলাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রামে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি জোহানেসবার্গের স্প্রিং শহরে দীর্ঘদিন ধরে খাবার হোটেলের ব্যবসা করে আসছিলেন।

বিজ্ঞাপন

এর আগে বুধবার দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্ত হয়ে মুস্তাফিজুর রহমান পাভেল নামে একজন বাংলাদেশি নাগরিক মারা যান। তার বাড়ি সিলেটের কানাইরঘাট উপজেলায়।

এছাড়া, দেশটির পিটারমরিসবার্গ হাসপাতালে কর্মরত প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডা. আব্দুল গনি মোল্লা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার দেশের বাড়ি গাজীপুরের কালিয়াকৈরে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

তিনিও স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ডা. আব্দুল গনি মোল্লা চট্টগ্রাম মেডিকেল কলেজের ২৬তম ব্যাচের ছাত্র ছিলেন ।

এসএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com