দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের শতাধিক দোকান লুট

ফারুক আস্তানা
ফারুক আস্তানা ফারুক আস্তানা , দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১৮ মে ২০২১

দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইন এলাকায় বাংলাদেশিদের মালিকানাধীন শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপকহারে লুটপাট চালিয়েছে স্থানীয় কৃষ্ণাঙ্গরা। ১৭ মে (সোমবার) দিবাগত রাতে এই হামলার ঘটনা ঘটে।

দেশটির ব্লুমফন্টেইনের খালিসা, পাম্পিং, রকল্যান্ড, নামিবিয়া এলাকায় বাংলাদেশি ব্যবসায়ীদের শতাধিক দোকানসহ বিদেশিদের ব্যবসাপ্রতিষ্ঠানে সশস্ত্র হামলা করে ভাঙচুর করে ব্যাপক লুটপাট চালায় কৃষ্ণাঙ্গরা।

বিজ্ঞাপন

জানা গেছে, স্থানীয় কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর লোকজন সরকারের কাছে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে নামলে নিরাপত্তা সংস্থার গুলিতে এক যুবক নিহত হলে। পরে ওই এলাকায় মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তারা বিদেশিদে বাসা বাড়ি দোকান ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে হামলার চেষ্টা হলে সোমবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ নিরাপত্তা দিয়ে তাদের রক্ষা করেন। কিন্তু রাত গভীর হওয়ায় সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এই সময় দোকান মালিকরা পালিয়ে পুলিশ স্টেশনে গিয়ে জীবন বাঁচান। লুটপাটে অনেক বাংলাদেশি একেবারে নিঃস্ব হয়ে গেছেন।

এই রিপোর্ট লেখা পর্ষন্ত হামলা ভাঙচুর ও লুটপাট অব্যাহত রয়েছে। ওই এলাকায় বাংলাদেশিরা আতঙ্কে দিনযাপন করছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমআরএম/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com