পর্তুগালপ্রবাসী সাংবাদিক ফরিদ আহমেদ করোনায় আক্রান্ত

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২৭ জুন ২০২১

পর্তুগালপ্রবাসী সাংবাদিক ফরিদ আহমেদ পাটোয়ারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চলতি সপ্তাহে (বুধবার) তিনি পরীক্ষা করলে তার করোনা পজিটিভ আসে। এরপর থেকে চিকিৎসকের পরামর্শে বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে তেমন সমস্যা ছিল না। হঠাৎ করে একটু খারাপের দিকে যাচ্ছে। প্রচণ্ড মাথাব্যথা শুরু হয়েছে।

তাই পরিবারের পক্ষ থেকে আত্মীয়, বন্ধু-বান্ধবসহ সহপাঠীদের কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে তিনি যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে তিনি ঘরবন্দি জীবনযাপন করছেন। ঘরে স্ত্রী দুটি কন্যা সন্তান রয়েছে।

তিনি জানান, শরীরটা ভালো যাচ্ছে না। আমার জন্য দোয়া করবেন। বাচ্চাদেরকে একটু আদর করতে পারি না খুব কষ্ট হয়। উল্লেখ্য, হঠাৎ করে লন্ডন, জার্মানি, পর্তুগালসহ ইউরোপের কয়েকটি দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

অন্যদিকে ইতালিতে করোনা পরিস্থিতি উন্নতির দিকে যাওয়ায় সব ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। পাশাপাশি চলাফেরা শিথিল করা হয় এবং পর্যটকরা আসা শুরু করেছে ইতালিতে।

এমআরএম/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]