দ. আফ্রিকায় বিধিনিষেধ মেনে প্রবাসীদের ঈদের নামাজ আদায়

ফারুক আস্তানা
ফারুক আস্তানা ফারুক আস্তানা , দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩৩ এএম, ২২ জুলাই ২০২১

দক্ষিণ আফ্রিকায় করোনার তৃতীয় ঢেউ মারাত্মক আকার ধারণ করেছে। বর্তমানে প্রতিদিনই বাংলাদেশিসহ দেশটিতে বহু মানুষের মৃত্যু হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে দেশটির সরকার।

বেশি মানুষের অংশগ্রহণ নিষেধাজ্ঞা থাকায় শতাধিক মুসল্লি নিয়ে ঈদুল আজহার নামাজ মসজিদে আদায় করেছেন প্রবাসীরা।

বুধবার সকাল সাতটার পর জোহানেসবার্গ, প্রিটোরিয়া, ডারবান ও কেপটাউনসহ দেশটির ছোট-বড় শহরগুলোতে বসবাসরত প্রবাসীরা স্থানীয় মুসলিম কমিউনিটির সঙ্গে ও ঘরোয়া পরিবেশে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

এমএইচআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]