ইতালিতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা আবার বাড়ল

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৭ এএম, ৩১ জুলাই ২০২১

ইতালিতে বাংলাদেশিদের প্রবেশে চলমান নিষেধাজ্ঞা আবারও বাড়ানো হয়েছে। আগামী ৩০ আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি নতুন অধ্যাদেশের মাধ্যমে এ কথা জানানো হয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশ ছাড়াও ভারত ও শ্রীলঙ্কার কোনো নাগরিক ইতালিতে প্রবেশ করতে পারবেন না। এর আগেও একাধিকবার এই নিষেধাজ্ঞা বৃদ্ধি করে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়।

জানা গেছে, ইউরোপ ও এশিয়ার অনেক দেশেই নতুন করে করোনার ঊর্ধগতি দেখা দিয়েছে। তাই ইতালির নাগরিকদের সুরক্ষায় দেশটির সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক সতর্ক পদক্ষেপ নিয়েছেন। বর্তমানে ইতালিতে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা অনেক কমে গেছে। শিথিল করা হয়েছে চলাফেরায় বাধ্যবাধকতা। তবে বিভিন্ন দেশে ভ্রমণের ক্ষেত্রে গ্রিন পাসকে বাধ্যতামূলক করা হয়েছে।

এদিকে, ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে আটকে থাকা প্রবাসীদের ইতালিতে ফিরিয়ে আনতে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশে আটকে পড়া এক প্রবাসী বলেন, ‘গত কয়েক মাস হয়ে গেল নিষেধাজ্ঞা থাকার কারণে ইতালিতে যেতে পারছি না। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে। অর্থনৈতিকভাবে চরম সঙ্কটের মুখোমুখি দাঁড়িয়ে বসে বসে দোকান ভাড়া দিতে হচ্ছে। এভাবে আর কয়েক মাস চলতে থাকলে ব্যবসা গুটিয়ে ফেলতে হবে।’

আরেক প্রবাসী বলেন, ‘পরিবার আনতে গিয়ে আমি নিজেই আটকা পড়ে আছি। দেশে আটকে পড়ায় দোকান বন্ধ রয়েছে। বর্তমানে লোকসান গুনতেছি। আল্লাহ ভালো জানে কবে নিষেধাজ্ঞা তুলে নেবে।’

এমআরআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]