যুক্তরাজ্যে আহমদীয়া মুসলিম জামাতের আন্তর্জাতিক বার্ষিক জলসা শুরু

যুক্তরাজ্যে তিন দিনব্যাপী আহমদীয়া মুসলিম জামাতের আন্তর্জাতিক বার্ষিক জলসা শুরু হয়েছে। আগামী ৫-৭ আগস্ট আহমদীয়া মুসলিম জামাত যুক্তরাজ্যের ৫৬তম বার্ষিক এ জলসা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৫ আগস্ট) রাত ৯টা ২৫মিনিটে বিশ্বের দুই শতাধিক দেশের জাতীয় পতাকার সঙ্গে আহমদীয়া জামাতের পতাকা উত্তোলন ও দোয়ার মাধ্যমে জলসার উদ্বোধন করেন নিখিলবিশ্ব আহমদীয়া মুসলিম জামাতের খলিফা হযরত মির্যা মাসরূর আহমদ।
শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জলসার তিনদিন বিশ্ব আহমদীয়া খলীফাসহ বিভিন্ন বক্তারা আলোচনা করবেন। শনিবার (৬ আগস্ট) বিকেল ৩টায় জলসার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হবে। এতে আল্লাহ্ তা’লাকে স্মরণ, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আহমদীয়া খিলাফতের প্রয়াস ও ঐশী সম্প্রদায়ের বিরোধিতা এবং তাদের উন্নতির কারণ বিষয়ে বক্তারা আলোচনা করবেন। এরপর বিকেল ৫টায় মহিলাদের উদ্দেশে আহমদীয়া খলিফা বিশেষ বক্তব্য দেবেন। একই দিন রাত ১০টায় বিশ্ব আহমদীয়া খলিফা বিগত বছরে জামাতের কার্যক্রম ও অর্জিত সাফল্যের বর্ণনা তুলে ধরবেন।
এরপর রোববার (৭ আগস্ট) বিকেল ৩টায় জলসার তৃতীয় দিনের কার্যক্রম শুরু হবে। এতে সুখি পারিবারিক জীবনের জন্য স্বামী-স্ত্রীর ধৈর্য ও সহনশীলতা, খিলাফতের প্রতি আনুগত্যের মর্মার্থ এবং এর কল্যাণ, প্রতিশ্রুত মসীহ্ ও মাহ্দীর আগমনের উদ্দেশ্য, ধর্মের পুনরুজ্জীবন ও শরীয়তের প্রতিষ্ঠা এবং ইসলামী পদ্ধতিতে সরকার পরিচালনা ইত্যাদি বিষয়ে বক্তারা আলোচনা করবেন। এরপর বিকেল সাড়ে ৫টায় আন্তর্জাতিক বয়আত অনুষ্ঠিত হবে। এ দিন রাত ১০টায় জলসার সমাপ্তি ভাষণ ও দোয়া পরিচালনা করবেন বিশ্ব আহমদীয়া খলিফা।
করোনা পরিস্থিতির কারণে জলসায় উপস্থিতির সংখ্যা সীমিত করা হয়েছে। কেবল যুক্তরাজ্যনিবাসী স্থানীয় ও নির্ধারিত ব্যক্তিরাই এতে অংশ নিতে পারছেন। তবে ভার্চুয়ালভাবে সারা বিশ্বের আহমদী সদস্যরা জলসায় সংযুক্ত থাকবেন। বাংলাদেশ থেকেও আহমদীরা এতে যুক্ত হবেন। তিন দিনব্যাপী অনুষ্ঠেয় সন্মেলনটি টুইটার, ফেসবুক ও ইউটিউব ইত্যাদি গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে। এছাড়াও www.mta.tv/live ওয়েবসাইটেও অনুষ্ঠানটির লাইভ দেখানো হবে।
এমপি/এমএস