বার্সেলোনায় শারদীয় দুর্গোৎসব

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০১:৫৪ পিএম, ০৬ অক্টোবর ২০২২

মুবিন খান, বার্সেলোনা

স্পেনের বার্সেলোনায় পূজা দে ফিয়েস্তার আয়োজনে শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হয়েছে। স্থানীয় একটি হলরুমে অস্থায়ী পূজা মন্ডপে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উৎসবে অংশ নেয়।

বিজ্ঞাপন

এ বছর পূজা পরিষদ দেবীর আরাধনা করেছে পঞ্জিকার তীথি অনুযায়ী। গত পহেলা অক্টোবর থেকে শুরু হওয়া উৎসব শেষ হয়েছে ৪ অক্টোবর।

নানামাত্রিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শারদীয় উৎসবে চলছে দেবী দুর্গার আরাধনা। আলোকসজ্জ্বল আর সূক্ষ্ম ছোঁয়ায় সাজানো হয়েছে পুরো পূজামণ্ডপ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বার্সেলোনা শহরের বাইরে থেকেও দেবীকে ভক্তি দিতে আসেন অনেক সনাতন ধর্মের লোক। শিশু-কিশোররা মেতে উঠেন নাচে গানে নৃত্যের তালে।

শারদীয় দুর্গোৎসবে পুজা দে ফিয়েস্তা বাঙালি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সুভ্রত পাল, শংকর দেবনাথ, উত্তম কুমার, আশুতোষ দে, সুমন সাহা, পার্থ দেব, কাঞ্চন, জয়দীপ রয়, পলাশ রয়সহ আরো অনেকে।

পূজা দে ফিয়েস্তার সদস্য ও স্থানীয় ব্যবসায়ী জয়দীপ রয় জানান, প্রবাসের পূজাটা পুরোপুরি ভিন্ন। মা, মাটি ও বন্ধু-বান্ধবদের স্মরণ করেই আনন্দে হাসতে হয়। একা একা প্রার্থনা করে সবার কল্যাণ চাওয়া এখন অভ্যাসে পরিণত হয়েছে। তবে ভালো লাগে যখন দেখি আমাদের নতুন প্রজন্ম কৃষ্টি কালচারগুলো ছোট পরিসরে হলেও বেশ উপভোগ করেই জানতে পারছে।

শারদীয় দুর্গাপূজা উপভোগ করতে উপস্থিত ছিলেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের অনারারী কনস্যুলার রামন পেদ্র বারনাউস, স্থানীয় কনিউনিটির নেতারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

আয়োজকরা জানান, আনন্দের এই শুভ দিনে মায়ের আশীর্বাদে দেশে ও বিশ্বের মধ্যে শান্তি বিরাজ করবে, আগামী দিনগুলো আরও সুন্দর হয়ে উঠবে, সকল পাপ ও পঙ্কিলতা দূর হয়ে মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে এমনটাই আমাদের প্রত্যাশা।

এমআরএম/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com