কুয়েতে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

জিসান মাহমুদ
জিসান মাহমুদ জিসান মাহমুদ , লেখক ও পর্যটক, কুয়েত
প্রকাশিত: ০৪:৩৬ এএম, ২৩ অক্টোবর ২০২২
মোহাম্মদ আলমগীর

কুয়েতে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলমগীর (৩০) নামের এক বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে কুয়েতের মতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামের আলমাস মিয়ার ছেলে।

নিহতের চাচা নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাত্র ২০ দিন আগে আলমগীর দেশ থেকে ছুটি কাটিয়ে ফেরে। সে এখানে দারোয়ানের কাজ করতো। তার আরও দুই ভাই কুয়েতে থাকে। তার একটি ছেলে সন্তান আছে। স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।

নিহতের প্রতিবেশী ইসরাফিল মোল্লা বলেন, আলমগীর আমার এলাকার ছেলে। অনেক ভাল মানুষ ছিল। মৃত্যুশোকে তার পরিবার ভেঙে পড়েছে। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাছে তিনি সহযোগিতা কামনা করেন।

এদিকে আলমগীরের মৃত্যুতে তার পরিবার ও কুয়েত কমিউনিটিতে নেমে আসে শোকের ছায়া। বর্তমানে তার মরদেহ মর্গে রাখা আছে। শিগগির মরদেহ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বজনরা।

এমকেআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]