৫১তম বিজয় দিবস উদযাপন করলো ক্যাম্বেলটাউন বাংলা স্কুল

মো. ইয়াকুব আলী
মো. ইয়াকুব আলী মো. ইয়াকুব আলী
প্রকাশিত: ০৯:৩৬ এএম, ১৩ ডিসেম্বর ২০২২

একাত্তরের মহাকাব্যিক মুক্তিযুদ্ধ আমাদের সহস্র বছরের শ্রেষ্ঠ অর্জন। মুক্তি সংগ্রামের সব বিশ্বাস ও ভাবনা হৃদয়ের গভীরে লালন করে ক্যাম্বেলটাউন বাংলা স্কুল তা প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ভাবনায় ও অনুরণন ঘটাতে চায়। আর তাই প্রতি বছরের এবারও বাংলা স্কুল গভীর ভালোবাসায় আর কৃতজ্ঞতায় যুদ্ধ জয়ের ৫১তম বর্ষ উদযাপন করে।

রোববার (১১ ডিসেম্বর) স্কুল প্রাঙ্গণে মহান বিজয় দিবস উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২২ শিক্ষাবর্ষের শেষ এই দিনে ছাত্রছাত্রীদের মধ্যে বর্ষ সমাপনী সনদ বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

সকাল সাড়ে ১০টায় বাংলা স্কুল সাধারণ সম্পাদক কাজী আশফাক রহমানের লিখিত স্বাগত বক্তব্য পাঠ করেন ক্রীড়া সম্পাদক রাফায়েল রোজারিও। শুভেচ্ছা বক্তব্য দেন স্কুলের সভাপতি মশিউল আযম খান।

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দুই পর্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয়। তিনটি দৈত আবৃত্তি, পাঁচটি আবৃত্তি, চারটি একক আবৃত্তি, দুটি সমবেত সংগীত, দুটি একক সংগীতের চমৎকার পরিবেশনা সবার মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

অংশগ্রহণে ছিল অর্না, আদিল, অনিরুদ্ধ, নাশভা, ইউসুফ, ইয়ারা, ইয়াশফিন, ইমরান, নুসরাত মারজান, আমিনা, সাদাফ, মাহরুস, রুকসার,আদিয়ান, অলিভিয়া। মহান মুক্তি সংগ্রামকে উপজীব্য করে একটি ছোট নাটিকা উপস্থিত সবার প্রশংসা কুড়াতে সক্ষম হয়।

স্কুল সভাপতি মসিউল আযম খান স্বপনের রচনা ও নির্দেশনায় এই নাটিকায় অংশ নেয় স্কুলের সব শিক্ষার্থী। দ্বিতীয় পর্বে ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা বর্ষ সমাপনী সনদ তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সনদ বিতরণ শেষে অধ্যক্ষ রুমানা খান মোনার লিখিত বক্তব্য পড়ে শোনান জৈষ্ঠ শিক্ষক আনজুমান আরা আইরিন। সবশেষে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন স্কুল সভাপতি মশিউল আযম খান স্বপন।

বাংলা স্কুলের ব্যবস্থাপনা পর্ষদ সদস্য নাজমুল আহসান খানের সার্বিক তত্ত্বাবধানে, সমন্বয়কারী অধ্যক্ষ রুমানা খান মোনার ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক অনিতা মন্ডল। সনদ বিতরণ পর্বটি সঞ্চালনা করেন শ্রেণি শিক্ষক শায়লা ইয়াসমিন নুসরাত, বিশাখা পাল, অনিতা মন্ডল ও আনজুমান আরা আইরিন।

jagonews24

বিজ্ঞাপন

অনুষ্ঠান পরিকল্পনায় ছিলেন মসিউল আযম খান স্বপন ও ফায়সাল খালিদ শুভ। কারিগরি নিয়ন্ত্রণে ছিলেন ক্রীড়া সম্পাদক রাফায়েল রোজারিও। প্রচারের দায়িত্ব পালন করেন ইয়াকুব আলি। ব্যবস্থাপনা ও আপ্যায়নে ছিলেন তারিক আহমেদ, নুরুল ইসলাম শাহিন, গোলাম কিবরিয়া, সায়মা হক, আজিজুর রহমান, মহসিন খান ও জিসান।

গ্রীষ্মকালীন অবকাশে যাওয়া ক্যাম্বেলটাউন বাংলা স্কুল আগামী ২৯ জানুয়ারী ২০২৩ পুনরায় খুলবে। আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৩ অমর একুশের (আন্তর্জাতিক মাতৃভাষা দিবস) অনুষ্ঠান আয়োজিত হবে।

ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতি রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাংলা ভাষাভাষীদের জন্য উন্মুক্ত থাকে।

বিজ্ঞাপন

এমআরএম/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com