মালয়েশিয়ায় প্রবাসী অধিকার পরিষদের ঈদ পুনর্মিলনী

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি মালয়েশিয়া
প্রকাশিত: ০৮:০২ পিএম, ২৩ এপ্রিল ২০২৩

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া জহুরবারু প্রদেশের নতুন কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ এপ্রিল) জহুরবারু একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা মালয়েশিয়া সরকার কর্তৃক চলমান রিহায়ারিং ২.০ প্রোগ্রামের আওতায় বৈধ হতে প্রবাসীদের পাসপোর্ট নবায়ন দ্রুত সময়ে সম্পন্ন ও পাসপোর্ট দিতে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ারের প্রতি অনুরোধ জানান।

jagonews24

বিজ্ঞাপন

ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জহুর প্রদেশের সভাপতি মোহাম্মদ মুজিবুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-অর্থ সম্পাদক তৌফিকুল ইসলাম শিমুল। প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি আমির হোসেন ও বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন এবং গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রায়হান।

সভায় নবনির্বাচিত জহুরবারু প্রদেশ কমিটির নেতাদের বরণ করে নেওয়ার পাশাপাশি সাংগঠনিকভাবে বিশেষ অবদানের জন্য অধিকার পরিষদের তিন সহযোদ্ধাকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জেএইচ/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com